জেলা সরকারি গণগ্রন্থাগার ও জেলা প্রশাসন, গাইবান্ধা কর্তৃক আয়োজিত জাতীয় গ্রন্থাগার দিবস- ২০১৮ এর র্যালির শুভ উদ্বোধন করেন জনাব গৌতম চন্দ্র পাল, মাননীয় জেলা প্রশাসক, গাইবান্ধা।
জাতীয় গ্রন্থাগার দিবস পালন উপলক্ষ ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ ফেব্রুয়ারি, ২০১৮ রোজ সোমবার সকাল ৯.৩০ ঘটিকায় গাইবান্ধা শহরে র্যালি বের করে জেলা সরকারি গণগ্রন্থাগার ও জেলা প্রশাসন, গাইবান্ধা। র্যালির শুভ উদ্বোধন করেন জনাব গৌতম চন্দ্র পাল, মাননীয় জেলা প্রশাসক, গাইবান্ধা। পরে জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জনাব রেমিনা জান্নাত, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা এর সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি জনাব অমল কুমার দাম, মো. জাহেদুল ইসলাম, লাইব্রেরিয়ান, কঞ্চিপাড়া মহাবিদ্যালয় ও প্রতিনিধি বাংলদেশ গ্রন্থাগার সমিতি প্রমুখ। শেষে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS