Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

 

 

২০১৭-১৮ অর্থ বছরে জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা এর উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ:

 

পুস্তক সংগ্রহ:

জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা প্রতিবছরই গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে নির্দিষ্ট পরিমান পুস্তক ও অন্যান্য গ্রন্থাগার সামগ্রী পেয়ে থাকে। চলমান অর্থ বছরে জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা ১২৫৬ টি পুস্তক সংগ্রহ করেছে।

 

সদস্য সংগ্রহ:

জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা গ্রন্থাগারের সদস্য সংখ্যা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

 

পাঠক উপস্থিতি বৃদ্ধিকরণ:

জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা গ্রন্থাগারে পাঠক উপস্থিতি বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

 

সম্প্রসারণমূলক সেবা: 

জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা সম্প্রসারণমূলক সেবার আওতায় বিভিন্ন জাতীয় ও অন্যান্য দিবসসমূহে রচনা, কবিতা আবৃতি, চিত্রংকন, বইপাঠ, হাতের সুন্দর লেখা ইত্যাদি প্রতিযোগিতা এবং আলোচনা সভা, গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয়। বর্তমান অর্থ বছরে সাতটি দিবসে ১২টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সকল প্রতিযোগিতায় জেলার মোট ৮১৮ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।

 

তথ্য-প্রযুক্তি সেবা:

তথ্য-প্রযুক্তি সেবার আওতায় জাতীয় তথ্য বাতায়নে যুক্ত: মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয়ের A2I (এটুআই) এর কারিগরি সহায়তায় এ গাইবান্ধা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা জাতীয় তথ্য বাতায়নের সাথে যুক্ত হয়েছে এবং নিজস্ব ওয়েব –পোর্টাল (http://publiclibrary.gaibandha.gov.bd) চালু করা হয়েছে এবং এটি প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে।