Wellcome to National Portal
Main Comtent Skiped

Online Communication

 

গাইবান্ধা জেলা সরকারি গণগ্রন্থাগারটি রাজধানী ঢাকা হতে আনুমানিক ২৬৩ কি.মি. দূরে গাইবান্ধা জেলা শহরে অবস্থিত। ঢাকা হতে যাওয়ার সময় গাবতলি বা মহাখালি বাস টার্মিনাল হতে গাইবান্ধা গামি (আলহামরা, এস আর, অরিন, শ্যামলি পরিবহন ইত্যাদি) বাসে গিয়ে গাইবান্ধা জেলা কেন্দ্রিয় বাস টার্মিনালে নামতে হয়। এরপর গাইবান্ধা জেলা কেন্দ্রিয় বাস টার্মিনালে হতে অটো রিক্সা, রিক্সা ও সি.এন.জি.যোগে যাওয়া যায়। অটো রিক্সা/ রিক্সার ভাড়া ১০/১৫ টাকা।

 

এছাড়াও ঢাকা কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে রংপুর বা লালমনিরহাট গামি রংপুর এক্সপ্রেস বা লালমনি এক্সপ্রেস এ গিয়ে গাইবান্ধা স্টেশনে নামতে হয়।এরপর গাইবান্ধা স্টেশন হতে অটো রিক্সা, রিক্সা ও সি.এন.জি.যোগে যাওয়া যায়। অটো রিক্সা/ রিক্সার ভাড়া ১০/১৫ টাকা।

 

 

জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা এর অবস্থান:

                                                                                                    

আধুনিক জেলা সদর হাসপাতাল, গাইবান্ধা এর দক্ষিণ পার্শ্বে জেলা সরকারি গণগ্রন্থাগারটি অবস্থিত। গাইবান্ধা জেলা কেন্দ্রিয় বাস টার্মিনাল হতে প্রায় ০১ কিলোমিটার পূর্ব  দক্ষিণ  দিকে সদর হাসপাতাল রোড, থানা পাড়ায় মূল রাস্তার পাশেই  গণগ্রন্থাগারটি অবস্থান।  

 

 

অনলাইন যোগাযোগের ঠিকানা:

 

 

 

District Government Public Library, Gaibandha

 

Website           : http://publiclibrary.gaibandha.gov.bd

 

E-mail             : gaibandhadgpl@gmail.com

 

Facebook Page   : www.facebook.com/gaibandhadgpl.bd