Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

 

সর্বসাধারণের পাঠ্যাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞান ভিত্তিক  আধুনিক তথ্য সেবা প্রদান গাইবান্ধা জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রধানতম কাজ হওয়ায় এ কাজ সম্পাদনের আবশ্যিক পূর্বশর্ত হল জনসাধারণের চাহিদা মাফিক বই সংগ্রহ করা এবং আধুনিক তথ্য-সেবা প্রদানের সুবিধাদি নিশ্চিতকরা। কিন্তু বাজেট বরাদ্দের অপ্রতুলতা, পুস্তক সংগ্রহ সংখ্যার স্বল্পতা,  জনবলের সীমাবদ্ধতা গাইবান্ধা জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রধান সমস্যা। তদুপরি জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা পাঠকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছে।

ভবিষ্যত পরিকল্পনা:

গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা যথাযথ মানসম্পন্ন সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যি ভবিষ্যৱ পরিকল্পনায় বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তম্মধ্যে

অনলাইন লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা ।

জাতীয় দিবস ও অন্যান্য দিবসসমূহে রচনা, কবিতা আবৃতি, চিত্রংকন, বইপাঠ, হাতের সুন্দর লেখা ইত্যাদি     প্রতিযোগিতা আয়োজন অব্যাহত রাখা।

জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধায় হাই স্পিড ইন্টারনেট সংযোগ প্রদান সম্পন্নকরণ।

আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গ্রন্থাগার সেবার মান বৃদ্ধি করা।

জেলার সর্বস্তরের জনগনকে বই পাঠে আরও বেশি আগ্রহী করে তোলা।

বেসরকারি পাঠাগার স্থাপনে অগ্রগতি অর্জন করা।

পুস্তক লেন-দেনের নিমিত্ত সদস্য সংখ্যা বৃদ্ধি করা।

ইন্টারনেট ব্যবহারকারি সদস্য সংখ্যা বৃদ্ধি করা।

গ্রন্থাগার ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণ করা।

পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহ গ্রন্থাগারে  লেখাপড়ার পরিবেশের সার্বিক উন্নতি সাধন করা।