Wellcome to National Portal
Main Comtent Skiped

Organogram of District Govt. Public Library

 

জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান। যার ভিশন হলোজ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণ” এবং এই ভিশন বাস্তবায়নে বিজ্ঞান ও আধুনিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সুবিধাদি সম্বলিত সময় সাশ্রয়ী পাঠকসেবা ও তথ্যসেবা প্রদান করত গাইবান্ধা জেলার সর্বস্তরের জনসাধারণকে জ্ঞান ও প্রজ্ঞায় বিকশিত ও সমৃদ্ধ করতে জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে।

 

প্রতিষ্ঠানটিতে বর্তমানে অনুমোদিত ০৪ (চার) টি পদ রয়েছে। তার মধ্যে নবম গ্রেডের (গেজেটেড) ১টি, ১২তম গ্রেডের ১টি, ১৩তম গ্রেডের ১টি এবং ১৭তম গ্রেডের ১টি পদ। পদগুলো হলো যথাক্রমে লাইব্রেরিয়ান, জুনিয়র লাইব্রেরিয়ান, লাইব্রেরি এ্যাসিস্ট্যান্ট, অফিস এ্যাসিস্ট্যান্ট কাম নাইট গার্ড। প্রতিষ্ঠানটির চারটি পদই বর্তমানে পূর্ণ রয়েছে।