Wellcome to National Portal
Main Comtent Skiped

Our Achievements

বিগত বছরসমূহে জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা এর উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ:

 

অবকাঠামোগত উন্নয়ন:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের “জেলা পাবলিক লাইব্রেরিসমূহের উন্নয়ন (৩য় পর্যয়)” প্রকল্পের আওতায় ২০১৯ সালে ৫০০০ বর্গফুট আয়তন বিশিষ্ট জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা এর নিজস্ব ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

 

প্রতিযোগিতা আয়োজন:

গণগ্রন্থাগার অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা কর্তৃক ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চমহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ বৈশাখ বাংল নববর্ষ, ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রচনা, কবিতা আবৃতি, চিত্রংকন, বইপাঠ, হাতের সুন্দর লেখা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়িদের পুরস্কার হিসেবে মহামূল্যবান বই ও সনদ প্রদান করা হয়। এ সকল প্রতিযোগিতায় প্রতিযোগির সংখ্যা ক্রমান্বয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। চলমান ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন দিবস উপলক্ষে আয়োজিত …প্রতিযোগিতায় এ পর্যন্ত ৮১৮ জন প্রতিযোগি অংশগ্রহণ করেছে।

 

পুস্তক সংগ্রহ:

পুস্তক সংগ্রহ খাতে জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা প্রতিবছরই গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক নির্দিষ্ট পরিমান অর্থ বরাদ্দ পেয়ে থাকে। যার মাধ্যমে বিগত কয়েক বছরে জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা মোট ২৩,১০০টি পুস্তক সংগ্রহ করেছে। তার মধ্যে ২০১৭-১৮ অর্থবছরে ১২৫৬ টি পুস্তক সংগ্রহ করেছে।

 

সদস্য সংগ্রহ:

জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা গ্রন্থাগারের সদস্য সংখ্যা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

 

পাঠক উপস্থিতি বৃদ্ধিকরণ:

জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা গ্রন্থাগারে পাঠক উপস্থিতি বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

 

পাঠাভ্যাস বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি:

সাধারণ জনগনের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক কাজে উতসাহ প্রদানের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা বিভিন্ন সময়ে আলোচনা সভা, গ্রন্থ প্রদর্শনী, গ্রন্তাগার সেবা সংক্রান্ত প্রচারণা কার্যক্রম আয়োজন করে থাকে।

 

আই. সি. টি (ICT) কার্যক্রম:

আই. সি. টি কার্যক্রমের আওতায় জেলা সরকারি গণগ্রন্থাগার গাইবান্ধা পাঠকদের পাঠকক্ষে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার সেবা প্রদান করে থাকে।