জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা বিভিন্ন জাতীয় দিবস ও বিশেষ বিশেষ দিবস উপলক্ষে আলোচনা সভা/ গ্রন্থ প্রদর্শনী/ রচনা/ আবৃত্তি/ সুন্দর হাতের-লেখা/ বই পাঠ/চিত্রাংকন ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় গাইবান্ধা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জনাব রেমিনা জান্নাত, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা এর সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব গৌতম চন্দ্র পাল, মাননীয় জেলা প্রশাসক, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব গৌতম চন্দ্র পাল, মাননীয় জেলা প্রশাসক, গাইবান্ধা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস